বীরপাড়ায় হাতির হানায় তছনছ আলুখেত

রাঙ্গালিবাজনা, ১৫ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার রাতে মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামে হাতির হানায় তছনছ হল দু’বিঘা জমিতে চাষ করা আলুখেত। ক্ষতিগ্রস্তরা জানান, হাতি যাতায়াত করায় পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি পাঁচ বিঘা জমিতে চাষ করা আলু। দু’বিঘা জমিতে চাষ করা আলুর একটা বড় অংশ তুলে খেয়েছে হাতি। ক্ষতিগ্রস্তরা জানান, খয়েরবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে কয়েকটি হাতি হানা দেয় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সারা বছরই হাতির হানা লেগে থাকে। ধানের মরশুমে চাষ করা ধানের একটা বড় অংশ হাতির পেটে যায়। ধানের মরশুম শেষ হলে সবজি ও আলুক্ষেতে হানা দিতে শুরু করে হাতি। বনদপ্তরের মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জী বলেন, ‘ইসলামাবাদ গ্রামে হাতির হানার খবর পেয়ে বিট অফিসার তদন্তে গিয়েছেন। ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।’

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DE4feu

February 15, 2019 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top