চালসায় শুরু হল আন্তর্জাতিক স্তরের কর্মশালা

চালসা, ২২ ফেব্রুয়ারিঃ শকুন সংরক্ষণ ও পুনঃপরিচিতিকরণ নিয়ে তিন দিনের আন্তর্জাতিক স্তরের কর্মশালা শুরু হল চালসার একটি রিসোর্টে। শুক্রবার ওই কর্মশালায় উপস্থিত ছিলেন বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সদস্যরা, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের প্রতিনিধিরা, রাজ্যের বক্সা শকুন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রের বিভিন্ন বন আধিকারিকরা। এছাড়াও ছিলেন অসম, ওড়িশা, মেঘালয়, বিহার, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের বনদপ্তরের আধিকারিকরাও। এই বিষয়ে বক্সা টাইগার প্রজেক্টের ফিল্ড ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, সারা দেশে ৮ টি শকুন প্রজনন কেন্দ্র রয়েছে। এরমধ্যে বক্সার রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্রে বর্তমানে ১২৯ টি শকুন রয়েছে। যার মধ্যে ৫৭ টি ছাড়ার মতো উপযোগী অবস্থায় রয়েছে। এদের ছাড়ার আগে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই কর্মশালা।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IucyPz

February 22, 2019 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top