লস অ্যাঞ্জেলস, ২৫ ফেব্রুয়ারি- হলিউডের পরেই বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলা হয় বলিউডকে। শুধু বলিউডেই নয়, ভারতের বিভিন্ন আঞ্চলিক এলাকাগুলোতেও নির্মিত হয় অসংখ্য দাপুটে সিনেমা। কিংবদন্তি ভারতীয় নির্মাতা সত্যজিৎ রায়কে আজীবন সম্মাননা ছাড়া অস্কার তাদের অধরাই! তবে ৯১তম অস্কার অনুষ্ঠানে রীতিমত ইতিহাস তৈরী করলো ভারত! প্রতি বছর শত শত সিনেমা করলেও অস্কারের বারান্দায় পা রাখতে পারেনি ভারত। তবে ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত স্লামডগ মিলিয়নিয়ার ২০০৯ সালে বেশ কয়েকটি বিভাগে অস্কার জয় করে ইতিহাস তৈরী করেছিলো। সেই ছবিতে বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী থাকলেও ছবিটি ছিলো হলিউডের! কাকতালীয় ভাবে স্লামডগ মিলিয়নিয়ার এর এক দশক পর অস্কারে উচ্চারিত হলো ভারতের নাম। আর তাতেই উচ্ছ্বসিত ভারতীয় মিডিয়া! আর সেই উচ্ছ্বাসে শামিল হলেন ভারতীয় তারকারাও। আর উচ্ছ্বসিত হবেনই বা না কেনো! ৯১তম অস্কারে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার বাগিয়ে নিল ভারতীয় গল্পে ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শিক্ষা এন্টারটেইনমেন্টের ডকুফিল্ম পিরিয়ড, এন্ড অব সেনটেন্স। ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন ইরানি বংশদ্ভূত আমেরিকান নির্মাতা রায়কা জেতাবচি। শিক্ষা এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ভারতীয় গুনিত মোঙ্গা। এরআগে তার এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে মাসান, লাঞ্চ বক্স, টাইগারস ও হারামখোরের মতো আলোচিত চলচ্চিত্র। অস্কার জয়ের পর গুনিত মোঙ্গা টুইটে জানান, আমরা জিতে গেছি। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে জানুক, তারা প্রত্যেকে একেকটা দেবী। তারা পূজনীয়। ব্ল্যাক শিপ, এন্ড গেইম, লাইফ বোট এবং অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেনএর মতো ডকুমেন্টারিগুলোর সাথে প্রতিযোগিতা করে অস্কার জয় করায় রীতিমত আনন্দের জোয়ারে ভাসছে গোটা বলিউড সহ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে অনেকেই টুইটার ও ফেসবুকে পিরিয়ড, এন্ড অব সেনটেন্স ডকুফিল্মটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছেন। অভিনেতা ভিকি কৌশল নির্বাহী প্রযোজক গুনিতের স্ট্যাটাসটি শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া আদিল হোসেন, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকেই গুনিতকে অভিনন্দন জানাচ্ছেন। তারা বলছেন, এই মুহূর্তটা ভারতীয় সিনেমার জন্য গৌরবের। অস্কারজয়ী ডকুফিল্মটির প্রেক্ষাপট ভারতের উত্তর প্রদেশের হরিপুর জেলা। মূলত হরিপুর অঞ্চলের মেয়েদের গল্প নিয়েই তৈরী হয়েছে ডকুফিল্মটি। যারা পিরিয়ড(ঋতুস্রাব) নিয়ে সমাজের অতি প্রাচীন সংস্কারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই অঞ্চলে আবির্ভাব ঘটে একজন সত্যিকারের প্যাড ম্যান-এর। তার অবদানও তুলে ধরা হয় ডকুমেন্টারিতে। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল জমকালো অস্কারের আসর। বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় অস্কার অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। এমএ/ ০৩:২২/ ২৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tzycHY
February 25, 2019 at 09:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top