দৈনিক ১৭ টাকা, কৃষকদের অপমানঃ রাহুল

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারিঃ কৃষকদের জন্য দৈনিক ১৭ টাকা বরাদ্দ অপমানজনক। শুক্রবার বাজেটে কৃষকদের জন্য বছরে ৬০০০ টাকা বরাদ্দ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। টুইট করে রাহুল বলেন, ‘বছরে ৬০০০ টাকা মানে দিনে মাত্র ১৭ টাকা। এই টাকা দিয়ে কৃষকদের অপমান করা হচ্ছে।’ তিনি বলেন, ‘মোদিজি আপনাদের অহংকারী সরকার ৫ বছরে কৃষকদের জীবন ধ্বংস করে দিয়েছে।’

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল এদিন বাজেট পেশ করার সময় জানান, যাঁদের ২ হেক্টরের কম জমি রয়েছে তাঁদের জন্য এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পে তিন ধাপে কৃষকদের টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RvWWum

February 01, 2019 at 07:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top