পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়িটিকে শনাক্ত করল এনআইএ

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারিঃ পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় ব্যবহৃত গাড়িটিকে শনাক্ত করল এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা)। সোমবার এনআইএ-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আত্মঘাতী বোমারু যে গাড়িটি ব্যবহার করেছিল, সেই মারুতি ইকো কেনা হয় ঘটনার ১০ দিন আগে। গাড়ির মালিক সাজ্জাদ ভাট। সাজ্জাদ নিজেও জইশ-ই-মহম্মদের ক্যাডার। ঘটনার পর থেকে সে ফেরার।

গাড়িটিকে শনাক্ত করতে ফরেন্সিক ছাড়াও অটোমোবাইল বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছিল। গাড়িটির চেসিস নম্বর এমএ৩ইআরএলএফ১এসওও১৮৩৭৩৫, ইঞ্জিন নম্বর জি১২বিএন১৬৪১৪০।

২০১১ সালে গাড়িটি প্রথম কিনেছিলেন অনন্তনাগের হেভেন কলোনির মহম্মদ জলিল আহমেদ হাকানি। তারপর থেকে গাড়িটি সাতবার হাত বদল হয়েছে। শেষবার কেনে অনন্তনাগ জেলারই বাসিন্দা সাজ্জাদ ভাট। তদন্তে এনআইএ জানতে পারে, সাজ্জাদ ভাট শোপিয়ানের সিরাজ-উল-উলুমের ছাত্র। সম্প্রতি সে জইশে নাম লেখায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ILELBw

February 25, 2019 at 10:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top