ফেশ্যাবাড়ি, ৫ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার বাকি আর ৭ দিন। এখনও অ্যার্ডমিড কার্ড পায়নি ৩৩ জন পরীক্ষার্থী। যার জেরে আগামী ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষায় বসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে ওই পড়ুয়াদের। ঘটনাটি কোচবিহার-১ ব্লকের ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ের। অভিভাবক মহলের একাংশের অভিযোগ, প্রথমে অ্যার্ডমিড কার্ড না আসার বিষয়টি স্কুলে জানানো হলে প্রধান শিক্ষক জানান দু-এক দিনের মধ্যে অ্যাডমিড কার্ড স্কুলে পৌঁছে যাবে। তারপর তিন দিন কেটে গেলেও এখনও অ্যাডমিড কার্ড না আসায় প্রধান শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় বলেন, আসবে কিনা নিশ্চিত করে বলতে পারছি না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভও দেখানো হয়। জানা গিয়েছে, স্কুলে শিক্ষকদের আটকে রেখে ভাঙচুর করা হয়েছে। চলে পড়ুয়াদের অনশন। পড়ুয়াদের অভিভাবকেরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবে।
সংবাদদাতাঃ জাকির হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RG9kYL
February 05, 2019 at 09:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন