উত্তরবঙ্গ জুড়ে সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ২১ ফেব্রুয়ারিঃ সমগ্র রাজ্য সহ উত্তরবঙ্গ জুড়ে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার তুফানগঞ্জ, নিশিগঞ্জ, মেখলিগঞ্জ, হেলাপাকড়ি, মালদার গাজোল সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষা দিবস পালন করা হয়।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল গাজোল মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে। অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও অংশগ্রহন করেন এই অনুষ্ঠানে। অন্যদিকে, নিশিগঞ্জের চান্দামারি প্রাননাথ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত হল বিদ্যালয়ের নিজস্ব দেওয়াল পত্রিকা ‘ব্যোমকেশ’। এছাড়া, তুফানগঞ্জ ১ ব্লকে ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে মুগাভোগ হাইস্কুলে কবিতা, নাচ, গান এবং ভাষা আন্দোলনের ইতিহাস আলোচনার মধ্য দিয়ে ভাষা দিবস পালন করেন ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা। হেলাপাকড়ি পদমতি ইউনিয়ন রহিমুদ্দিন উচ্চবিদ্যালয় এবং মেখলিগঞ্জের ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পূর্ণ মর্যাদায় ভাষা দিবস পালিত হয়। পদমতি ইউনিয়ন রহিমুদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের একটি বর্নাঢ্য শোভাযাত্রা এদিন হেলাপাকড়ি বাজার পরিক্রমা করে। পরে বিদ্যালয় বেদীতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Sk9QvG

February 21, 2019 at 07:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top