কাশ্মীরিদের ওপর হামলা বন্ধ করতে কেন্দ্র ও ১০ রাজ্যকে নির্দেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারিঃ পুলওয়ামা হামলার জেরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের হেনস্তা, আক্রমণ, বয়কটের মুখে পড়েছেন কাশ্মীরিরা। এই পরিস্থিতি এখনই বন্ধ করতে কেন্দ্রসহ ১০টি রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই ১০ রাজ্য হল জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিসগড়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং মহারাষ্ট্র।

কাশ্মীরিদের ওপর হামলা বন্ধ করার আবেদন নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক আদিব। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় যে বিতর্কিত টুইটে কাশ্মীরিদের বয়কট করার ডাক দিয়েছেন, সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
কাশ্মীরিদের ওপর কোনওরকম হামলা বা সামাজিক বয়কটের ঘটনা ঘটলে বা গুজব ছড়ানো হলে অভিযুক্ত কড়া শাস্তি পাবে বলে জানিয়েছে কেন্দ্র। এ বিষয়ে বিভিন্ন রাজ্যে হেল্পলাইনও চালু করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2twvtz1

February 22, 2019 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top