খাবারের মান যাচাই করতে মিড-ডে মিল খেয়ে দেখলেন পুরপ্রধান

কালিয়াগঞ্জ, ১৩ ফেব্রুয়ারিঃ খাবারের মান যাচাই করতে মিড-ডে মিল খেয়ে দেখলেন কালিয়াগঞ্জের পুরপ্রধান। বুধবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডে দক্ষিন আখানগর প্রাথমিক স্কুলে হঠাৎই হাজির হন পুরপ্রধান কার্ওিক পাল। মিড-ডে মিল রাধুনিদের কাছে গিয়ে খাবারের মেনু সর্ম্পকে খোঁজ নেন। এরপর রান্না হওয়া খাবার নিজেই খেয়ে দেখেন। রান্নার মান নিয়ে সন্তুষ্ট হলেও মেনুতে শীতের মরসুমি সবজি দেবার পরামর্শ দেন। মিড-ডে মিলের পাশাপাশি স্কুলের পরিচ্ছন্নতা ও মরসুমি ফুলের বাগান ঘেরা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন পুরপ্রধান।

সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DyD5Wq

February 13, 2019 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top