কক্সবাজার, ১৯ ফেব্রুয়ারি- কক্সবাজার বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন ঢাকা উত্তর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ও মাইলসের শাফিন আহমেদ। পরে তাকে ভর্তি করানো হয় কক্সবাজার সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনি-সিসিইউতে। চিকিৎসক ও সেবিকাদের আন্তরিক প্রচেষ্টায় প্রাণ ফিরে পান এই সঙ্গীতশিল্পী। জানা যায়, শাফিন আহমেদ কক্সবাজার বেড়াতে গিয়ে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। ভোর চারটায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, তার শরীরে কোনো পাল্স না পাওয়ায় ইলেকট্রিক শক্ড দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা। পরে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউর ডাক্তার ও সেবিকাদের আন্তরিক প্রচেষ্টায় প্রান ফিরে পান জনপ্রিয় এই শিল্পী। প্রসঙ্গত, কক্সবাজার সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন স্থানীয় জনসাধারন এবং পর্যটকরা। সূত্র: ঢাকাটাইমস এমএ/ ০৯:৪৪/ ১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2NdG376
February 20, 2019 at 03:38AM
19 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top