বালুরঘাট, ৬ ফেব্রুয়ারিঃ বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল সপ্তাহ ব্যাপী পথ নিরাপত্তা সচেতনতা প্রচার কর্মসূচি। বুধবার বালুরঘাট থানায় আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বসে আঁকো ও ক্যুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বংশীহারি থানার ১১ জন সিভিক ভলান্টিয়ার ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ বার্তাকে সামনে রেখে ‘অবহেলার বলি’ নামে একটি নাটক মঞ্চস্থ করেন। আরেকটি নাটকের মধ্যে দিয়ে বাল্যবিবাহ রোধে সচেতনতা প্রচারের বিষয়টি তুলে ধরেছেন তাঁরা।
জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বলেন, ‘সপ্তাহ ব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ পালন অনুষ্ঠান এদিন শেষ হল। তবে লাগাতার পথ নিরাপত্তা ও সচেতনতা প্রচার কর্মসূচি চলবে।’ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার দেবাশিস নন্দী, ডিএসপি (সদর) ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত প্রমুখ।
তথ্যঃ সুজয় সরকার
ছবিঃ মাজিদুর সরদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BpCvd8
February 06, 2019 at 10:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন