নেপিডো, ২৮ ফেব্রুয়ারি- ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিলিপাইনের কোচ মানেইলা রেনিতী নিজের দল নিয়ে যত কথা বলেছেন তার চেয়ে বেশি বলেছেন বাংলাদেশের মেয়েদের নিয়ে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১০-০ গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফিলিপাইন। মিয়ানমারে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশের মেয়েরা গোলবন্যায় ভাসিয়েছে ফিলিপাইনকে। ১০-০ গোলের জয়ে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। সংবাদ সম্মেলনে ফিলিপাইন কোচ বলেছেন, বাংলাদেশ খুবই গতিময় একটি দল। এ দলের বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। মনিকা চাকমা, অধিনায়ক মারিয়া মান্ডা এবং গোলরক্ষক রূপনা চাকমার নাম উল্লেখ করে তাদের ভূয়সী প্রশংসা করেছেন ফিলিপাইনের কোচ। মাঝ মাঠের মারিয়া ও মনিকা প্রসঙ্গে ফিলিপাইন কোচ বলেছেন, ওরা ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে। পুরো ম্যাচেই তারা আমাদের উপর কর্তৃত্ব করেছে। বাংলাদেশের রক্ষণভাগও ছিল জমাট। বাংলাদেশ দল চূড়ান্ত পর্বে ওঠার দাবি রাখে। নিজের দলের বড় হারের কারণ সম্পর্কে ফিলিপাইন কোচ বলেছেন, এই টুর্নামেন্টের আগে আমাদের দল মাত্র ২ সপ্তাহ অনুশীলন করেছে। বাংলাদেশের মতো সংগঠিত ছিল না আমাদের দল। বড় জয়ে বড় হাসি বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের মুখে, আমাদের মেয়েরা এ ম্যাচ যে ফুটবল খেলেছে তাতে আমি দারুণ খুশি। তারা শুরু থেকেই ইতিবাচক ও আক্রমনাত্মক ফুটবল খেলেছে। যে কারণে তাড়াতাড়ি গোল বের করতে পেরেছে, জিততে পেরেছে বড় ব্যবধানে। আমারে লক্ষ্য চূড়ান্ত পর্ব। মিয়ানমারের সঙ্গে আমাদের পরের ম্যাচটি গুরুত্বপূর্ণ। আর/০৮:১৪/২৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ehh3b3
February 28, 2019 at 03:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন