মালদা, ২৮ ফেব্রুয়ারিঃ প্রতিবেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল কলেজ পড়ুয়ার। তবে সামান্য আঘাত পেয়ে স্থানীয়দের সাহায্যে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় ওই পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার থানার মাদিয়াঘাট এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়কে। মৃত কলেজ পড়ুয়ার নাম আদিত্য মন্ডল(২২)।
এদিন প্রতিবেশী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রাজা ঘোষকে বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেতে যায় অদিত্য। রাজা নঘরিয়া স্কুলের ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র শোভানগর স্কুল। মালদা মানিকচক রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় মাদিয়াঘাট এলাকায় একটি লরির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। টোটোটি উলটে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে বাইক। জখম হয় দু’জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিলকি স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করে। পরীক্ষার্থীর সামান্য চোট লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আদিত্যর আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tLisBD
February 28, 2019 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন