ঢাকা, ২৪ ফেব্রুয়ারি- সিয়াম আহমেদ। শুরুটা ছোটপর্দা দিয়ে। বড় পর্দায় আগমন ঘটে গত বছর। পোড়ামন-২ ছবিতে অভিনয়ের পর থেকেই আলোচনায় চলে আসেন সিয়াম। কয়েক মাসের ব্যবধানে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত দ্বিতীয় ছবি দহন। এ ছবির বুকিং চলাকালে কাকরাইল পাড়ার বুকিং এজেন্টরা জানিয়েছিলেন শাকিব খানের চেয়েও বেশি বুকিং মানি পাচ্ছেন হলগুলো থেকে। এরপর দহন ছবিটিও ব্যবসায়িকভাবে সফল হয়। দহন ছবি মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ওমর সানী সিয়াম আহমেদকে সালমানের সঙ্গে তুলনা করেন। সে সময় সানী বলেন, আমার এ চলচ্চিত্র জীবনে অনেক নতুন তারকার সঙ্গেই কাজ করেছি। তবে স্টাইলের দিক দিয়ে সিয়ামকে আমার সালমানের মতোই মনে হয়। সালমানে শাহর পরে এতটা স্টাইলিশ নায়ক আমি আর দেখিনি। সিয়াম যদি নিজেকে সেভাবে গড়ে নেয় তাহলে হয়তো সালমানের পরের জায়গাটা সে দখল করতে পারবে। ওমর সানীর সেই বক্তব্যই শুধু নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়ামের অগণিত ভক্তদের নানা মন্তব্য আর হলে উপচেপড়া ভিড়ই প্রমাণ করে হালের নতুন ক্রেজ-এ পরিণত হয়েছেন সিয়াম। এদিকে গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ফাগুন হাওয়ায়। ছবিটি সেন্সর বোর্ডে দেখে সে সময়ের সেন্সর বোর্ড সদস্য ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদও মন্তব্য করেছিলেন যে শাকিব খানের পরেই সিয়ামের অবস্থান। এদিকে এ ছবিটিতেও সিয়ামের অভিনয় সবার নজর কাড়ছে। পোড়ামন-২র গ্রামের সুজন থেকে দহনের বস্তির ছেলে ক্যাডার তুলাতে বদলে যাওয়া। আর ফাগুন হাওয়ায় এসে বায়ান্নর দেশপ্রেমী তরুণের চরিত্রেও বেশ ভালোভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন সিয়াম। দর্শকদের প্রশংসা আর গুণীজনদের ভবিষ্যদ্বাণীতে এটা স্পষ্ট হয়ে উঠেছে চোখ কান খোলা রেখে চললে সিয়াম অনেক দূর এগিয়ে যাবেন। হয়ে উঠতে পারেন ঢাকাই ছবির পরবর্তী সুপারস্টারও। এসব বিষয়ে সিয়াম বলেন, প্রথমত কখনোই সালমান শাহর মতো করে নিজেকে ভাবি না, এবং তুলনাও করতে পারব না। কারণ আমার মতো অনেক মানুষ সালমানকে দেখে সিনেমায় কাজ করতে এসেছে। আমরা তাকে মন থেকে ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা যাকে বলে। আর আমাকে সালমানের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছিলেন সানী ভাই। উনি আসলে আমার বড় ভাইয়ের মতো। তিনি আমাকে ভালোবাসেন, প্রশংসা করেন, বকা দেন। তিনি আমার অভিভাবকের মতো। আমার অভিভাবকদের কাছ থেকে এ রকম কথা শোনা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার। শুধু সানী ভাই নয় যারাই আমাকে সম্মান দিচ্ছেন, আমাকে যোগ্য মনে করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এটা আমার জন্য বড় পাওয়া। তিনি আরও বলেন, সালমান শাহ পৃথিবীতে একটাই। আমিও চাই না আর কেউ সালমান শাহ হোক। সবাই তো চায় সবারই নিজের একটা আইডেন্টি তৈরি হোক, আমি নিজেও সেটা চাই। যে কয়দিনই কাজ করি না কেন ভালো কাজ যেন করতে পারি। নিজের একটা নিজস্ব আইডেন্টি যেন তৈরি করতে পারি সে চেষ্টাই করব। সিয়াম বর্তমানে সদ্য মুক্তি পাওয়া ফাগুন হাওয়ায় ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তৌকির আহমেদ পরিচালিত এ ছবিটি নির্মিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে। দেশের ৫২টি হলে চলছে ছবিটি। টিটো রহমানের বউ কথা কও গল্পের অনুপ্রেরণায় নির্মিত ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এতে সিয়াম ছাড়াও অভিনয় করেছেন তিশা, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মাসহ অনেকেই। উল্লেখ্য ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন সিয়াম আহমেদ। ২০১২ সালে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র পোড়ামন-২ মুক্তি পায় ২০১৮ সালে। এমএ/ ০৫:৩৩/ ২৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2U5SQek
February 24, 2019 at 11:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top