জ্যামাইকা, ১৭ ফেব্রুয়ারি- বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর একটি ক্রিস গেইল। টি-টোয়েন্টি, টেস্ট কিংবা ওয়ানডে। যে কোনও ফরম্যাটেই ভয়ঙ্কর হয়ে উঠেন প্রতিপক্ষের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে যদি আর না ফিরেন তাহলে ২০১৪ সালে অনানুষ্ঠানিক ভাবে শেষ টেস্ট খেলে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন ৩৯ বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি নিয়মিত হলেও ওয়ানডেতে তেমন না। তবে দলের প্রয়োজনে ঠিকই ওয়ানডে খেলেন এই ব্যাটিং দানব। সবশেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। কিন্তু হুট করেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে জানানো হলো, অবসরে যাচ্ছেন ক্রিস গেইল। এ বছর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এই তারকা ব্যাটসম্যান। এ পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় বিশ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ৯ হাজার ৭২৭। আছে ২৩টি শতক আর ৪৯টি অর্ধশতকের ইনিংস। বল হাতেও গেইল নিয়েছেন ১৬৫ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ৫টি উইকেট। এছাড়া ৪টি করে উইকেট নিয়েছেন তিন ম্যাচে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Egcwqz
February 18, 2019 at 06:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top