খগেনহাটে শুরু হল ৩০ তম ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা

জটেশ্বর, ৩ ফেব্রুয়ারিঃ অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের উদ্যোগে এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ গ্রামপঞ্চায়েতের নাথুনি সিং উচ্চবিদ্যালয়ে শুরু হল ৩০ তম ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা। জানা গিয়েছে, ভাওয়াইয়া গানের দড়িয়া ও চটকা বিভাগে ফালাকাটা ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের ৬০ জন প্রতিযোগি অংশ নিয়েছেন। রবিবার বেলা দুটো নাগাদ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা এবং ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা। প্রতিযোগিতায় সেরা চারজন প্রতিযোগি রাজ্য ভাওয়াইায় সুযোগ পাবেন বলে জানা গিয়েছে।

সংবাদদাতাঃ শান্ত বর্মন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2t4iRz2

February 03, 2019 at 04:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top