রাঙ্গালিবাজনা, ৬ ফেব্রুয়ারিঃ পরিকাঠামোর অভাব সহ শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে ফাঁকিবাজির অভিযোগ তুলে বুধবার ফালাকাটা ব্লকের লছমনডাবরি নাজিমুদ্দিন হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রায় আড়াই ঘণ্টা তালাবন্দি করে রাখলেন স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের অভিভাবকেরা। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যালয়ে যান ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদারও। শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সাথে আলোচনা করেন তিনি।
অভিযোগ, ওই বিদ্যালয়ে কোনোদিনই দু-তিনটির বেশি ক্লাস হয়না। শৌচাগার পরিষ্কার না করানোর জন্য সেগুলিও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়ে প্রধান শিক্ষক খয়রুল আলম বলেন, ‘সাফাইকর্মী না আসায় গত সপ্তাহে শৌচালয় সাফাই করা যায়নি।’ ফাঁকিবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলা ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের পড়ুয়ারা অংশ নিয়েছে। তাই মঙ্গলবার চতুর্থ পিরিয়ডের পর বিদ্যালয় ছুটি দিয়ে সবাই খেলা দেখতে গিয়েছিলাম।’ আলিপুরদুয়ারের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) তপন সিনহা বলেন, ‘প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2De7bhP
February 06, 2019 at 10:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন