পাম্প দিয়ে জল তোলায় শুকোচ্ছে রক্তি নদী

বাগডোগরা, ২৬ ফেব্রুয়ারিঃ সরকারি অনুমতি ছাড়াই উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পসেটের সাহায্যে রক্তি নদী থেকে জল তুলে চা বাগানে দেওয়ার অভিযোগ উঠেছে পুটিনবাড়ি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই কাজ চললেও প্রশাসন নির্বিকার। জানা গিয়েছে, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার পুটিনবাড়ি চা বাগান কর্তৃপক্ষ রক্তি নদীর উপর ঝুলন্ত সেতুর পাশে দুটি পাম্পসেট বসিয়ে দীর্ঘদিন ধরে নদীর জল তুলে বাগানে দিচ্ছে। এতে নদীর জল শুকিয়ে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। নদীর জল ব্যক্তিগত কাজে এভাবে ব্যবহার করা যায় না জানিয়ে মাটিগাড়ার বিডিও রুনু রায় বলেন, ‘এভাবে জল তোলা অন্যায়। আমি বিষয়টি জেলাশাসককে জানাব। রক্তি নদী বর্ষায় ভয়ানক আকার ধারণ করলেও শীতকালে জল কমে যায়। তার উপরে এত ক্ষমতাসম্পন্ন পাম্পসেট চালিয়ে সর্বক্ষণ জল দেওয়ায় নদীর অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ এ বিষয়ে পরিবেশপ্রেমী বিপ্লব রায় বলেন, ‘নদীর জল ব্যক্তিমালিকানার কাজে ব্যবহার করতে হলে সরকারি অনুমোদন দরকার হয়। অনুমতি না নিয়ে জল তোলা অবৈধ। বাগান মালিকরা ফার্স্ট ফ্ল্যাশ পাতার জন্য নদীর জল তুলে বাগানে দেন। তরাই অঞ্চলের বেশিরভাগ চা বাগানই এই কাজ করে। নদীর জল কমে গেলে মাছ ও জলজ প্রাণীরা বিপন্ন হবে। যেসব পাখি জলজ পোকা খায় তারা সমস্যায় পড়বে।’ একই অভিযোগ করলেন পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফ-এর কোঅর্ডিনেটর অনিমেষ বসু। তিনি বলেন, ‘নদীর স্বাভাবিক বহমানতা নষ্ট হচ্ছে। এভাবে জল তোলা অবৈধ।’ এ বিষযে বাগান মালিক আদিত্য আগরওযালকে ফোন করলে তিনি ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলেন। ম্যানেজারকে ফোন করলে সহকারী ম্যানেজার ফোন ধরে বলেন, ‘ম্যানেজার বাগানে নেই। আমি সাতদিন হল বাগানে এসেছি। তাই এই বিষযে কিছু বলতে পারব না।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BV40Md

February 27, 2019 at 03:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top