অস্কার পেল ঋতুস্রাব নিয়ে তৈরি ভারতীয় প্রযোজকের ছবি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ২৫ ফেব্রুয়ারিঃ অস্কার পেল ঋতুস্রাব নিয়ে ভারতীয় প্রেক্ষাপটে তৈরি ডকুমেন্টারি ‘পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স।’ প্রযোজক গুনিত মোঙ্গার এই শর্ট ফিল্মটি শ্রেষ্ঠ ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছে। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত ইরানি-আমেরিকান চিত্রনির্মাতা রায়কা জেহতাবছি এবং সহ-প্রযোজনা করেছে মোঙ্গার শিক্ষা এন্টারটেইনমেন্ট। ছবিতে দেখা গিয়েছে ভারতের প্রকৃত ‘প্যাড ম্যান’ অরুণাচলম মুরুগানাথনকে। ঋতুস্রাব নিয়ে তৈরি একটি ছবি অস্কার জিততে পারে তা বিশ্বাসই করতে পারছেন না প্রযোজক। তিনি নিজে টুইট করে উন্মাদনা প্রকাশ করেছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GLGJ32

February 25, 2019 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top