বন ও বন্যপ্রাণী বাঁচাতে বর্জ্য পরিস্কার অভিযান কর্মসূচি

লাটাগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ বন ও বন্যপ্রাণীর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রাস্তা থেকে প্লাস্টিক বর্জ্য পরিস্কারের উদ্যোগ নিল দুই পরিবেশপ্রেমী সংগঠন। নাগরাকাটা মোড় থেকে গরুমারা জঙ্গল পর্যন্ত পদযাত্রা করে দুই সংগঠনের সদস্যরা। এরপর জঙ্গলের রাস্তায় পড়ে থাকা কাঁচের বোতল, প্লাস্টিক বর্জ্য পরিস্কার করেন তাঁরা।

প্রসঙ্গত, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় ও পরিবেশপ্রেমী সংগঠন স্পোর-এর উদ্যোগে উত্তরবঙ্গের হাতির করিডোরগুলিতে যে সমীক্ষা চলছে তাতে বারবার দেখা যাচ্ছে, হাতির মলে রয়েছে প্রচুর প্লাস্টিক বর্জ্য। ইতিমধ্যে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় প্লাস্টিক বর্জ্যের কারণে হাতির মৃত্যু হয়েছে। তাই বন ও বণ্যপ্রাণী বাঁচাতে প্লাস্টিক বর্জনের জন্য জনসাধারণকে আহ্বান জানান দুই সংগঠনের সদস্যরা। শনিবার ও রবিবার চলে এই কর্মসূচি। এদিন এই কর্মসূচি শেষ হয় লাটাগুড়িতে।

সংবাদদাতাঃ শুভদীপ শর্মা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SqBLKN

February 24, 2019 at 06:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top