ইসলামাবাদ, ১৯ ফেব্রুয়ারিঃ ‘ভারত হামলা করলে তার জবাব দেবে পাকিস্তান।’ পুলওয়ামা হামলার ৫ দিন পর পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান এমনই প্রতিক্রিয়া দিলেন। তিনি পুলওয়ামা হামলার দায় অস্বীকার করে বলেন, কাশ্মীরে জঙ্গি হামলার পূর্ণাঙ্গ তদন্ত না করে পাকিস্তানকে দায়ী করা উচিত নয়। পাশাপাশি কাশ্মীর ইশ্যুতে আলোচনার দরজা খোলা বলেও ভারতকে মনে করান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পুলওয়ামা কাণ্ডের পর দেশের সব মহল থেকেই ‘বরদাস্ত করা হবে না’ বলা হয়েছে। এমনকী ‘জবাব’ দিতে সেনাকেও পূর্ণ ক্ষমতা প্রয়োগের অনুমতি দিয়েছে মোদি সরকার। এর জেরে সম্ভাব্য হানার আশঙ্কায় রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। মধ্যস্থতা করাতে রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DRMpVB
February 19, 2019 at 02:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন