ঢাকা, ১০ ফেব্রুয়ারি- নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আগামী এক বছরের জন্য এই সেন্সর বোর্ড গঠন হলো। এই নতুন কমিটিতে সদস্য হিসেবে থাকছেন সংগীতশিল্পী শেখ সাদি খান, নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক ও রানা হামিদ। প্রশ্ন হলো এর মধ্যে খোরশেদ আলম খসরু, ড্যানি সিডাক কেন? খসরু অশ্লীল সিনেমা প্রযোজনা করেছেন। ঠকবাজ,খায়েশ,হট লাইন, দুই নাম্বার,চক্কর, নগ্ন হামলার মত সিনেমার প্রযোজক তিনি। ড্যানি সিডাকও বহু অশ্লীল ছবিতে অভিনয় করেছেন। এমন বিতর্কিত মানুষদের সেন্সর বোর্ডে জায়গা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, সেন্সর বোর্ড খুবই নিরপেক্ষ একটা জায়গা। এখানে একটা সিনেমার গুন বিচার করা হয়। সিনেমার সংগতিগুলো বিচার করা হয়। এমন গুরুত্বপূর্ণ জায়গায় সমলোচিতদের দেওয়া যথাযথ কাজ নয়। দেশের অনেক গুনী মানুষ আছেন যারা সেন্সর বোর্ডে থাকার যোগ্যতা রাখে। এইচ/২২:১৫/১০ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SnstEa
February 11, 2019 at 04:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন