কৃষকবন্ধু প্রকল্পের চেক দেওয়া হল কৃষকদের

উত্তরবঙ্গ ব্যুরো, ১ ফেব্রুয়ারিঃ কৃষকবন্ধু প্রকল্পের চেক দেওয়া হল কৃষকদের। শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকদের চেক প্রদান করা হয়। এদিন চালসার ব্লক কৃষি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকদের ওই চেক দেওয়া হয়। এদিন কৃষকদের হাতে ওই চেক তুলে দেন জলপাইগুড়ি জেলা পরিষদের মৎস ও প্রাণী কর্মাধ্যক্ষ সীমা সরকার, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা, সদস্যা সায়রা বানু, জয়েন্ট বিডিও শেখর শেরপা, মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেলী বেগম সহ আরও অনেকে। মেটেলির সহ কৃষি অধিকর্তা সৌমজিৎ মজুমদার বলেন, এদিন কৃষকবন্ধু প্রকল্পের ৬৮ জন কৃষককে চেক দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের চেক প্রদান করা হয় মাল ব্লকেও। চলতি মাসের মধ্যেই সমস্ত ব্লকের কৃষকদের এই চেক প্রদান সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন মাল ব্লক কৃষি কর্মাধ্যক্ষ আফিজ উদ্দিন আহমেদ। এদিন ১৬৯জন কৃষককে প্রকল্পের প্রথম পর্যায়ের চেক প্রদান করা হল।

পাশাপাশি এদিন নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে কৃষকদের চেক প্রদান করা হয়েছে। চেক বিলি ক্যাম্পে চেক বিতরণের সূচনা করেন তুফানগঞ্জ কেন্দ্রের বিধায়ক ফজল করিম মিয়াঁ। এই প্রকল্পে ২২১ জন কৃষককে চেক বিলি করা হয়। চেক পেয়ে স্বভাবতই খুশি কৃষকরাও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2G2HPHq

February 01, 2019 at 06:21PM
01 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top