‘মুক’ চালুর বিষয়ে উদ্যোগী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

রায়গঞ্জ, ১৮ ফেব্রুয়ারিঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০১৬ সালে সমগ্র দেশব্যাপী উচ্চশিক্ষায় অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক) এর মাধ্যমে পড়ুয়ারা বাড়িতে বসেই অনলাইনে কোনো কোর্স করতে পারবে। রাজ্যের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘মুক’ চালু না হলেও ‘মুক’ চালুর বিষয়ে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, চলতি মাসেই বিশ্বভারতি বিশ্ববিদ্যালয় থেকে ‘মুক’-এর প্রশিক্ষণ নিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক। তাঁরা হলেন রসায়নের অভিক চ্যাটার্জি, বিদ্যুৎ সাঁতরা এবং ভূগোলের তাপস পাল। অভিক চ্যাটার্জি বলেন, ‘মুক’-এর প্রশিক্ষণে অনেক কিছু শেখানো হল। এর মধ্যে কিছু কিছু আমি রসায়ন বিভাগে ইতিমধ্যেই চালু করেছি। অধ্যাপক তাপস পাল বলেন পারফর্মিং আর্টসের ক্ষেত্রে ‘মুক’ কতটা কার্যকরি হবে তা বলা মুশকিল। জনবহুল দেশে প্রত্যেকের দরজায় শিক্ষা পৌঁছে দেওয়ার একমাত্র রাস্তা ‘মুক’। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার  দুর্লভ সরকার বলেন, সব বিশ্ববিদ্যালয়েই ‘মুক’ চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্টর উন্নত না হলে ‘মুক’ চালু করা সম্ভব নয়। আইটি সেক্টর উন্নত করার জন্য খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে। ছয় মাসের মধ্যে আইটি সেক্টর উন্নত হওয়ার পরই ‘মুক’ চালু হয়ে যাবে।

সংবাদদাতাঃ রাহুল দেব



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TVCkxx

February 18, 2019 at 04:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top