নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারিঃ পুলওয়ামা হামলার তীব্র বিরোধিতা করে বিবৃতি জারি করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ‘পুলওয়ামার হামলা কাপুরুষের মত। এই হামলায় মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি ভারতীয় জওয়ানের। নিরাপত্তা পরিষদ কড়া ভাষায় এই হামলার বিরোধিতা করছে।’ পাশাপাশি, এই হামলার ষড়যন্ত্রকারী, এবং সাহায্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত দেশকে ভারতের পাশে থাকার আহ্বানও জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের বিবৃতিতে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। কিন্তু সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের নাম যাতে বিবৃতিতে না থাকে সে বিষয়ে চেষ্টা চালিয়েছে চিন। তাছাড়া ভারত সরকারকে সাহায্য করার বিষয়টি বাধ্যতামূলক না করে আবেদন হিসেবই পেশ করতে চেয়েছিল চিন। শুধু তাই নয়, কাশ্মীরকে ‘ভারত-শাসিত-কাশ্মীর’ বলে উল্লেখ করার দাবি জানায় তারা। তবে সেটা হয়নি। সমস্ত রাষ্ট্রকে নিজেদের বাধ্যবাধকতা দূরে রেখে ভারত সরকারকে সাহায্য করার নির্দেশ দিয়েছে নিরাপত্তা পরিষদ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tzG5gC
February 22, 2019 at 01:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন