ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে মধ্যপ্রদেশের দখল নিয়েছে কংগ্রেস। সামনে লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে প্রার্থী তালিকাতে তাই চমক দিতে চাইছে রাহুল গান্ধীর দল। ইতিমধ্যেই বলেউড তারকা করিনা কাপুরকে নির্বাচনে দাঁড় করানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার শোনা যাচ্ছে, কংগ্রেসে যোগ দিতে চলেছেন আরেক অভিনেত্রী। তিনি শিল্পা শিণ্ডে। হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। তাছাড়া রিয়ালিটি শো বিগ বস জয়ের পর আরও বেশি করে লাইম লাইটে এসেছেন তিনি। সূত্রের খবর, সেই শিল্পাই এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন। কংগ্রেসে যোগ দেওয়ার পরিকল্পনা তার। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই নাকি কংগ্রেসে যোগ দেবেন তিনি। যদিও এমন খবরের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই তার। আর/০৮:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DV6QCa
February 06, 2019 at 04:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top