মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি- বক্স অফিসে বেশ ভালো অবস্থানেই রয়েছে গাল্লি বয়। প্রথম দিনেই ১৯ কোটি টাকার বেশি ব্যবসা করেছে রণবীর সিংহ এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি। তিন দিনের মধ্যে ৫০ কোটির বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে ছবিটি। প্রথমবার স্ক্রিন শেয়ার করে রণবীরের সম্পর্কে নাকি বেশ কিছু অজানা তথ্য জেনেছেন আলিয়া। সদ্য সাংবাদিকদের সামনে সে সব তথ্য শেয়ার করেছেন নায়িকা। আলিয়ার কথায়, রণবীরের নীরবতাই ওর শক্তি। আসলে ও খুব স্পর্শকাতর। ওকে আবিষ্কার করাটা মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবেও আমার কাছে বড় ব্যাপার। এই ছবিতে রণবীরের চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে রয়েছে মিউজিক। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও মিউজিক রণবীরের খুবই পছন্দের জায়গা। তিনি শেয়ার করেছেন, মিউজিক আমি ভালবাসি। গাড়ি হোক বা জিম প্রায় সব জায়গাতেই গান গাইতে ভাল লাগে আমার। আসলে সেই মুড বা স্পিরিটটাও অনস্ক্রিন বোঝা যায়। গাল্লি বয় ইন্ডাস্ট্রিকে এক নতুন জুটি উপহার দিয়েছে। রণবীর-আলিয়াকে নিয়ে নতুন করে ভাবছেন পরিচালকরা। এমইউ/০১:৩০/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DT1RAv
February 18, 2019 at 07:30PM
18 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top