কলকাতা, ০৪ ফেব্রুয়ারি - কলকাতার পুলিস কমিশনারের বাসভবনে সিবিআই হানার প্রতিবাদে ধরনার মধ্যেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার রাতে ফোন করে রাহুল মমতাকে বলেন, এই লড়াই আমাদের সবার লড়াই। আমি আপনার পাশে আছি। যে কোনও মূল্যে মোদী সরকারের আগ্রাসনকে রুখতেই হবে। পাশে থাকার জন্য রাহুলকে ফোনে ধন্যবাদ জানান মমতা। ওদিকে মমতার সঙ্গে দেখা করতে সোমবারই কলকাতায় আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ইতিমধ্যেই টুইটে মমতাকে সমর্থন জানিয়েছেন দুই নেতাই। I spoke with Mamata Di tonight and told her we stand shoulder to shoulder with her. The happenings in Bengal are a part of the unrelenting attack on India’s institutions by Mr Modi the BJP. The entire opposition will stand together defeat these fascist forces. Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2019



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SnZUFz
February 04, 2019 at 06:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top