কলকাতা, ৪ ফেব্রুয়ারিঃ কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কৃষক ও ক্ষেত মজুরদের সম্মেলন চলছে নেতাজি ইন্ডোরে। ধর্মতলার ধরনামঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের প্রতারণা করেছে। প্রতিহিংসামূলক আচরণ মোদি সরকারের। ধ্বংসাত্মক মনোবৃত্তি নিয়ে কাজ করছে। অনেক কৃষক পরিবার না খেতে পেয়ে মারা গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের দুর্বলতা নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে। আমাদের সরকার একমাত্র সরকার যারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। কৃষকদের জন্য সবকিছু করছে রাজ্য। আমরা কৃষিজমি নষ্ট করতে দিই না। কৃষক আমাদের সম্পদ, শিল্প আমাদের গৌরব।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GmJ5og
February 04, 2019 at 07:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন