কলকাতা, ১৪ ফেব্রুয়ারিঃ মেট্রো রেলের টাইম টেবিলের ডিসপ্লে বোর্ড পরিবর্তন করার প্রস্তাব পাঠানো হচ্ছে রেলওয়ে বোর্ডের কাছে। এতদিন যেভাবে ডিসপ্লে বোর্ডে মেট্রোর সময়সূচি দেখানো হত, এবার তার পরিবর্তন করার প্রক্রিয়া চলছে। প্রস্তাবে বলা হয়েছে, নতুন ডিসপ্লে বোর্ডে ট্রেনের রিয়েল টাইম অবস্থান দেখানো হবে। কোন স্টেশনে কত মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে সেই সময়ও দেখানো হবে বোর্ডে। কাউন্ট ডাউন পদ্ধতিতে এই সময় দেখানো হবে। যাত্রী অসন্তোষকে সামাল দিতেই এই ব্যবস্থা চালু করতে চাইছে মেট্রো রেল।
মেট্রো রেলের আধিকারিক সাত্যকি নাথ বলেন, ‘প্রস্তাবটি রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে ডিসপ্লে বোর্ডে যে সময় দেখানো হয় তার সঙ্গে অনেক সময় মেট্রোর স্টেশনে ঢোকার সময় মেলে না। এতে সমস্যায় পড়েন যাত্রীরা। তাই য়াত্রীদের সুবিধার জন্য পুরোনো পদ্ধতি বাতিল করে নতুন পদ্ধতি চালু করার পরিকল্পনা চলছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GJDclk
February 14, 2019 at 10:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন