আবগারি দপ্তরের মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ঝাটা হাতে বিক্ষোভ মহিলাদের

ফালাকাটা, ২৩ ফেব্রুয়ারিঃ মসজিদ সংলগ্ন এলাকায় বিলিতি মদের লাইসেন্স দেওয়ায় পশ্চিম ফালাকাটায় আবগারি দপ্তরের মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ঝাটা নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা।  স্থানীয়দের দাবি, ‘আবগারি দপ্তর যেখানে মদের দোকান খোলার লাইসেন্স দিয়েছে তার ৪৫০ ফুট দূরত্বের মধ্যেই একটি মসজিদ রয়েছে। অত্যন্ত ঘন বসতিপূর্ণ ওই এলাকায় মদের দোকান খওলা হলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিয়ে শনিবার তদন্তে আসেন আবগারি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুমনা দে। আবগারি দপ্তরের বীরপাড়ার আধিকারিকও তাঁর সঙ্গে ছিলেন। গাড়ি থেকে নামা মাত্রই ঝাটা হাতে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা। আধিকারিকদের সঙ্গে স্থানীয়দের তীব্র বাদানুবাদ হয়। এই বিষয়ে আবগারি দপ্তরের আলিপুরদুয়ারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুমনা দে বলেন, ‘রাজ্য সরকার ওই লাইসেন্স দিয়েছে। আমরা গোটা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠাবো’।

সংবাদদাতাঃ সুকমল ঘোষ

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tzVY6U

February 23, 2019 at 05:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top