বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম উপহার দিল ঊষা মোটরস

ফালাকাটা, ১০ই ফেব্রুয়ারিঃ ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে মাল্টি ডিজিটাল ক্লাসরুম উপহার দিল ঊষা মোটরস। ঊষা মোটরসের কর্ণধার প্রদীপ ঘোষ জানান, নিউ হল্যান্ড ট্রাক্টর ও ঊষা মোটরসের যৌথ উদ্যোগে পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী দের পঠনপাঠন উন্নততর করার লক্ষ্যে এই মাল্টি ডিজিটাল ক্লাসরুম উপহার দেওয়া হল। এই ক্লাসরুমে থাকবে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ব্ল্যাকবোর্ড, ডিজিটাল পেন ও প্রযুক্তির ব্যবহারে অডিও ভিজুয়াল ডিজিটাল ক্লাসের ব্যবস্থা। অংক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সহ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় সব রকম বিষয় ডিজিটাল ক্লাস রুমে পড়ানো হবে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিপ্লব দাস। নিউ হল্যান্ড ট্রাক্টর কোম্পানির তরফে সুমন ভট্টাচার্য্য জানান, এই ডিজিটাল ক্লাসরুম সূচনা করতে প্রায় দুই লক্ষাধিক অর্থ ব্যয় হয়েছে। আগামীদিনে গ্রামীন এলাকার পড়ুয়াদের উন্নততর শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে ঊষা মোটরস আরও অনেক বিদ্যালয়ে এই পরিসেবা পৌঁছে দেবে বলে জানান ঊষা মোটরসের ডিরেক্টর বিদ্যুৎ ঘোষ।

সংবাদদাতাঃ সব্যসাচী ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SFjpcN

February 10, 2019 at 05:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top