কলকাতা, ২৩ ফেব্রুয়ারিঃ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে যথেষ্ট চাপে সরকার। এবার তাই উচ্চ মাধ্যমিকে কড়াকড়ি রাখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার সাংবাদিক বৈঠক করে সেই সমস্ত নির্দেশিকার কথা জানিয়ে দিলেন সংসদের সভাপতি মহুয়া দাস।
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক। তিনি জানান, ‘ক্লাসরুমে কোনো ছাত্রের থেকে মোবাইল মিললেই পরীক্ষা বাতিল হবে তার। অপরাধের গুরুত্ব বুঝে বাতিল হবে রেজিস্ট্রেশনও। তারপর থেকে সে আর কখনও পরীক্ষা দিতে পারবে না।’
শুধু ছাত্র নয়, শিক্ষকদের ওপরও মোবাইলে ব্যবহারে থাকছে নিষেধাজ্ঞা। একমাত্র স্কুলের প্রধান শিক্ষকই সঙ্গে মোবাইল রাখতে পারবেন। এক চতুর্থাংশ পরীক্ষাকেন্দ্রে থাকবে মোবাইল ডিটেকশন সিস্টেম।
এছাড়া, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের খামে থাকবে কম্পিউটার ট্র্যাকিং সিস্টেম। প্রতিটি ঘরে থাকবেন ৩ জন করে পরিদর্শক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NliMjA
February 23, 2019 at 03:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন