শ্রীনগর সহ ৫টি বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারিঃ জম্মু, শ্রীনগর, লেহ, চণ্ডীগড় ও অমৃতসর বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য এই পরিসেবা বন্ধ করা হয়েছে। এই পাঁচ বিমানবন্দরের দিকে আসা বিমানগুলিকে ফেরত পাঠানো হচ্ছে।

সূত্রের খবর, জম্মু, শ্রীনগর ও লেহ বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। বুধবার সকালে রাজৌরির নৌসেরায় ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান। তবে ভারতীয় বায়ুসেনার বাধায় তা সম্ভব হয়নি। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন ও সেনার শীর্ষকর্তারা। ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী বিমানবন্দর জম্মু, শ্রীনগর, লেহ, চণ্ডীগড় ও অমৃতসর বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2XrTo09

February 27, 2019 at 01:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top