বালুরঘাট, ৩ ফেব্রুয়ারিঃ ফের হেলিকপ্টার নিয়ে বিজেপির সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব তৈরি হল। রবিবার বালুরঘাটে সভা করার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু বালুরঘাট রেল স্টেশন মাঠে যোগীর হেলিকপ্টার নামার অনুমতি দিল না জেলা প্রশাসন। ফলে বালুরঘাটে যোগীর সভা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকল্প হিসাবে রায়গঞ্জের বিএসএফ-এর হেলিপ্যাডে কপ্টার নামতে পারে। সেখান থেকে বালুরঘাট যেতে পারেন যোগী। রবিবার সকাল ১১টা নাগাদ বালুরঘাট রেল স্টেশন মাঠে সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের। ঠিক হয়েছিল বিমানে বাগডোগরা এসে সেখান থেকে হেলিকপ্টারে বালুরঘাঠ যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।কিন্তু জেলা বিজেপির অভিযোগ, হেলিকপ্টার নামার অনুমতি নিয়ে টালবাহানা করছে জেলা প্রশাসন। প্রথমে কপ্টার নামার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও শনিবার থেকে অনুমতি দেওয়া নিয়ে বারবার সময় পিছোতে থাকে প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছিল প্রশাসনের তরফে। তারপর জেলাশাসককে বারবার ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরছেন না। তবে বালুরঘাটে যোগী সভা করবেনই বলে জানিয়েছেন শুভেন্দুবাবু।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RAxSSK
February 03, 2019 at 11:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন