রাজশাহীর অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ২৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরক্ষার্থী রয়েছেন ২০ হাজার ৯৬৪জন। গতবছরের তুলনায় এবার ১ হাজার ২৬ জন বেশি পরীক্ষার্থী রয়েছেন। গতবছর ছিলেন ১৯ হাজার ৯৩৮জন পরীক্ষার্থী।
এবার জেলা সদরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ২১১৪জন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচচ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামী একাডেমী ও কামাল উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে ২১৭৩ জন, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে, শিবগঞ্জ বালিকা উচচ বিদ্যালয়ে ২৪০০ জন, কানসাট উচ্চ বিদ্যালয় ও কানসাট সোলেমান কলেজে ২১২৭জন, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয় ও দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৮৫জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দে ৮৫০জন, নাচোল খ.ম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৩জন, নেজামপুর উচ্চ বিদ্যালয়ে ৩০১ জন শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপর দিকে গোমস্তাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩৫ জন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৬৬জন,
রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ৬০৬ জন, চৌডালা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন, দেওপুরা উচ্চ বিদ্যালয়ে ৪৫৮জন, ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন কেন্দ্রে ৫৩৬জন ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০৭ জন পরীক্ষায় বসবেন।
অন্যদিকে দাখিলে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা কেন্দ্রের অধিন আজাইপুর আরামবাগ দাখিল মাদরাসায় ৫৭৫জন। চাটাইডুবী আলিম মাদরাসা কেন্দ্রের অধিন চাটাইডুবী আলিম মাদরাসা ভেন্যুতে ৫৬৬জন, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন শিবগঞ্জ ফাযিল মাদরাসা ও শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ভেন্যুতে ১৬১৩জন, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর ফাযিল মাদরাসা কেন্দ্রে ৭৬৩জন, নাচোল উপজেলার বেগম মহসীন ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন বেগম মহসীন ফাযিল মাদরাসা ভেন্যুতে ৩৩৫জন, ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন গোহালবাড়ি ফাযিল মাদরাসা ভেন্যুতে ২৬৪জন।
এদিকে এসএসসি ভোকেশানাল ও দাখিল ভোকেশনালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রের অধিন টেনকিক্যাল টেনিং সেন্টার বারঘরিয়ায় ৩১৩জন, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ২৭৯জন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৭২জন, শিবগঞ্জ উপজেলায় জমিলা পারভীন ম্যাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রের অধীন শিবগঞ্জ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০জন, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিন গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজ ভেন্যুতে ২২৩জন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিন বেগম মহসীন ফাযিল মদরাসা ভেন্যুতে ১৩৬জন, ভোলঅহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন কেন্দ্রের অধিন গোহালবাড়ী ফাযিল মাদরাসা ভেন্যুতে ১৯১জন পরীক্ষা দেবেন।
এবার জেলা সদরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ২১১৪জন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচচ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামী একাডেমী ও কামাল উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে ২১৭৩ জন, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে, শিবগঞ্জ বালিকা উচচ বিদ্যালয়ে ২৪০০ জন, কানসাট উচ্চ বিদ্যালয় ও কানসাট সোলেমান কলেজে ২১২৭জন, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয় ও দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৮৫জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দে ৮৫০জন, নাচোল খ.ম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৩জন, নেজামপুর উচ্চ বিদ্যালয়ে ৩০১ জন শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপর দিকে গোমস্তাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩৫ জন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৬৬জন,
রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ৬০৬ জন, চৌডালা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন, দেওপুরা উচ্চ বিদ্যালয়ে ৪৫৮জন, ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন কেন্দ্রে ৫৩৬জন ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০৭ জন পরীক্ষায় বসবেন।
অন্যদিকে দাখিলে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা কেন্দ্রের অধিন আজাইপুর আরামবাগ দাখিল মাদরাসায় ৫৭৫জন। চাটাইডুবী আলিম মাদরাসা কেন্দ্রের অধিন চাটাইডুবী আলিম মাদরাসা ভেন্যুতে ৫৬৬জন, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন শিবগঞ্জ ফাযিল মাদরাসা ও শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ভেন্যুতে ১৬১৩জন, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর ফাযিল মাদরাসা কেন্দ্রে ৭৬৩জন, নাচোল উপজেলার বেগম মহসীন ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন বেগম মহসীন ফাযিল মাদরাসা ভেন্যুতে ৩৩৫জন, ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন গোহালবাড়ি ফাযিল মাদরাসা ভেন্যুতে ২৬৪জন।
এদিকে এসএসসি ভোকেশানাল ও দাখিল ভোকেশনালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রের অধিন টেনকিক্যাল টেনিং সেন্টার বারঘরিয়ায় ৩১৩জন, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ২৭৯জন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৭২জন, শিবগঞ্জ উপজেলায় জমিলা পারভীন ম্যাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রের অধীন শিবগঞ্জ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০জন, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিন গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজ ভেন্যুতে ২২৩জন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিন বেগম মহসীন ফাযিল মদরাসা ভেন্যুতে ১৩৬জন, ভোলঅহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন কেন্দ্রের অধিন গোহালবাড়ী ফাযিল মাদরাসা ভেন্যুতে ১৯১জন পরীক্ষা দেবেন।
from Chapainawabganjnews http://bit.ly/2S7Y4cU
February 02, 2019 at 12:33AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন