চাঁচল, ২৬ ফেব্রুয়ারিঃ চাঁচল-১ পঞ্চায়েত সমিতির ২০১৯-২০ আর্থিক বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হল। মঙ্গলবার ব্লকের এমজিএনআরইজিএস ভবনে ব্লক প্রশাসন, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৩৬ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাজেট গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেটের আয়ব্যয়ও দাখিল করা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরে ৫২,৯৭,৯৭৪০০ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ২০১৮-১৯ এর আর্থিক বছরের তুলনায় ২০১৯-২০ এর আর্থিক বছরের বাজেটে ১৫,৮৪,৮৭০০০ টাকা বেশি ধরা হয়েছে। বাজেট অধিবেশনে চাঁচল -১ ব্লক প্রশাসনের পক্ষে জয়েন্ট বিডিও মোহন ভার্মা, চাঁচলের বিধায়ক আসিফ মেহেবুব, চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লা আহমেদ চৌধুরি, বিরোধী দলনেত্রী তসমিন জাহান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁচল-১ নম্বর ব্লকের যুগ্ম ব্লক আধিকারিক মোহন ভার্মা জানান, এদিনের বাজেট অধিবেশন খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। আগামী দিনে যাতে ব্লক এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করা যায় সেদিকে লক্ষ্য রেখেই এদিনের এই বাজেট পেশ করা হয়েছে।
সংবাদদাতাঃ বাপি কুমার দাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Eca6bb
February 26, 2019 at 10:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন