এথেন্স, ২১ ফেব্রুয়ারি- এথেন্স শহরের প্রাণকেন্দ্র কুমুদ্রু পার্কে শহীদ মিনার স্থাপনে প্রাথমিক অনুমোদন দিয়েছে গ্রিক সরকার। মঙ্গলবার এথেন্স মিউনিসিপালিটির এক সভায় শহীদ মিনার স্থাপনে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। এথেন্সে শহীদ মিনার স্থাপিত হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য আরো সুবিস্তৃত হবে। পাশাপাশি অমর একুশের ইতিহাস আরো বেশি করে জানার সুযোগ পাবেন প্রবাসীরা। এথেন্সে শহীদ মিনার স্থাপনের জন্য অনেক আগ থেকেই প্রচেষ্টা চালিয়ে আসছে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ২০১৭ সালের ১১ জুলাই রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে দূতাবাস টিম এথেন্সের মেয়র জর্জিয়াস কামিনিসের সাথে বৈঠক করে এথেন্সে একটি শহীদ মিনার স্থাপনের প্রস্তাব করেন। এরপর দূতাবাস থেকে এথেন্সের কুমুদ্রু পার্কে একটি শহীদ মিনার স্থাপনের আনুষ্ঠানিক প্রস্তাব সংবলিত একটি পত্র প্রেরণ করা হয়। অবশেষে ১৯ ফেব্রুয়ারি সভায় এথেন্স মিউনিসিপালিটি দূতাবাসের প্রস্তাব অনুমোদন করে। এমইউ/১১:০৫/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GV5OrB
February 21, 2019 at 05:03PM
21 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top