লেবানন থেকে বাবু সাহাঃ লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত ছাবরা-মদিনা রিয়াদিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা পদে আলাউদ্দিন আলা, সভাপতি পদে খোরশেদ আলম ও সাধারন সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলামকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা ও সংগঠনটির সহ-সভাপতি রুবেল আহম্মেদের বিদায় সম্বর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৈরুতে ছাবরা বাজারের একটি ক্যাফে হাউসে ১০ ফেব্রুয়ারী রবিবার বিকালে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ মোমেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ছাবরা-মদিনা রিয়াদিয়া শাখার সভাপতি খোরশেদ আলম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জাকির হোসেন , সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবী, সহ-সভাপতি রুবেল আহাম্মদ, মোঃ আলী, বাবুল মিয়া, রুহুল আমিন ও জামাল মিয়া, সাধারন সম্পাদক মশিউর রহমান টিটু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর, প্রচার সম্পাদক মহসিন মৃধা, আলবুরুজ শাখার সভাপতি দুলাল মিয়া ও সাধারন সম্পাদক লিটন মিয়া, মাজরা টিসু শাখার সভাপতি সবুজ দেওয়ান ও সাধারন সম্পাদক মোঃ সোহাগ, ছাবরা-মদিনা রিয়াদিয়া শাখার উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল সহ কবির, রাসেল, সোহেল, সুমন, শাহআলম, শফিক, সাইফুল ও জয়নাল।
বক্তব্য পর্বে অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ আমাদের প্রাণপ্রিয় সংগঠন।এই সংগঠনকে নিয়ে কোন ব্যাক্তি বা গোষ্ঠীকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।শত শত কর্মীর উপস্থিতিতে আমাদের কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটিই লেবানন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি।গত সপ্তাহে যারা আওয়ামীলীগের নামে কমিটি ঘোষনা করে নিজেদের কেন্দ্রীয় কমিটি বলে দাবী করছে বা বিভিন্ন মিডিয়ায় প্রচারনা চালাচ্ছে, আমরা তাদের প্রত্যাখ্যান করছি।সাধারন প্রবাসীদের সমস্যা ও যে কোন ন্যায়সঙ্গত দাবীর পক্ষে আমরা কাজ করবো।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সহ-সভাপতি রুবেল আহম্মেদ দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে নাড়ীর টানে দেশে চলে যাচ্ছেন।বক্তব্য পর্বে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক।আমি অল্প কিছুদিনের মধ্যেই প্রবাসী জীবনের ইতি টেনে পরিবারের কাছে ফিরে যাচ্ছি।আপনারা আমাকে যে সম্মান ও ভালবাসা দিয়েছেন, সেজন্য আমি আপনাদের নিকট চির ঋনী হয়ে গেলাম।পরে নেতৃবৃন্দ রুবেল আহম্মেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়াও ছাবরা-মদিনা রিয়াদিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন এর মাধ্যমে কমিটিতে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভ হয় এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা শহীদ ও সড়ক দূর্ঘটনায় নিহত ছাবরা-মদিনা রিয়াদিয়া শাখার নিবেদিত প্রাণ সাঈদ ও মিজানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শাখা কমিটির অসংখ্য মুজিব সৈনিক উপস্থিত ছিলেন।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2N0y1hU
February 12, 2019 at 01:41AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন