ট্রাকের ধাক্কায় ছিটকে গেল ট্রেকার, আহত ১৫

জামালপুর, ১৭ ফেব্রুয়ারিঃ ট্রাকের সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১৫ জন। রবিবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা মোড় এলাকার ঘটনা। আহতরা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জৌগ্রাম-মেমারি সড়ক দিয়ে যাত্রী নিয়ে ট্রেকারটি যাচ্ছিল। উলটো দিক থেকে দ্রুতবেগে একটা মালবোঝাই ট্রাক আসছিল। পথে কোলসরার কাছে ট্রেকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি উলটে যায় এবং রাস্তার পাশে ছিটকে পড়ে ট্রেকারটি। বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তারাই আহতদের যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থালে আসে জামালপুর থানার পুলিশ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GNL9G7

February 17, 2019 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top