হেলাপাকড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত এক লোকশিল্পীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন ময়নাগুড়ির লোকশিল্পীরা। জানা গিয়েছে, হাটে-বাজারে গান গেয়ে অর্থ সংগ্রহ করছেন তাঁরা। শনিবার হেলাপাকড়ি হাটে অর্থ সংগ্রহ করতে এসে এমনটাই জানালেন শিল্পীরা। উদ্যোক্তাদের তরফে হেমন্ত কুমার রায় জানান, সংগৃহীত অর্থ একত্রিত করে সেই অর্থ লোকশিল্পী রঞ্জিত সেনের চিকিৎসার জন্য তাঁর হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি এই শিল্পীর পাশে দাঁড়াতে সকল সহৃদয় ব্যক্তির সহযোগিতা প্রার্থনা করছেন তাঁরা।
প্রসঙ্গত, ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ির বাসিন্দা লোকশিল্পী রঞ্জিত সেনের সুচিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকরা তাঁকে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এর জন্য যে অর্থের প্রয়োজন তা জোগাড় করার মতো সামর্থ্য নেই তাঁর পরিবারের। জানা গিয়েছে, রঞ্জিত সেন একসময় দূরদর্শন ও বেতারে বি হাইগ্রেড বেতার শিল্পীও ছিলেন।
সংবাদদাতাঃ উত্পল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TZj81X
February 23, 2019 at 10:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন