লরি বোঝাই বাঁশের খোচায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিক্ষোভ স্থানীয়দের

ধূপগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ লরি বোঝাই বাঁশের খোচায় তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় জাতীয় সড়কে লরি আটকে দিল স্থানীয়রা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মোরঙ্গা চৌপথি এলাকায়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার দাবি করতে থাকেন গ্রামবাসীরা। এরপর পুলিশের তত্পরতায় তড়িঘড়ি বিদ্যুৎ বন্টন কোম্পানীর কর্মীরা রাতে বিদ্যুতের তার সংযোগ ঠিকে করে দেয়। এরপরই লরি গুলি ছেড়ে দেয় গ্রামবাসীরা।

লরি চালক বলেন, ‘বাঁশ গুলি অসম থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। প্রথমে বীরপাড়া রুট হয়ে যাবার কথা থাকলেও অনলাইন নেভিগেশনে ধূপগুড়ির পথে দেখায়। আর ওই পথে আসতে গিয়েই বিপত্তি ঘটল।’   পুলিশ জানিয়েছে, ‘লরিটিতে অনেক উচু পর্যন্ত বাঁশ বোঝাই থাকাতেই সমস্যা হয়েছিল। তবে রাতেই সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে।’

সংবাদদাতাঃ শুভাশিস বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tE2tWj

February 26, 2019 at 02:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top