৮৩তম জেলা আন্তঃ বিদ্যালয় প্রতিযোগিতা ফালাকাটায়

ফালাকাটা, ৫ ফেব্রুয়ারিঃ ৮৩তম অবিভক্ত জলপাইগুড়ি জেলা আন্তঃ বিদ্যালয় প্রতিযোগিতার সূচনা হল ফালাকাটা টাউন ক্লাব ময়দানে। মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়াবিদ জ্যোৎস্না রায় প্রধান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, তরাই ডুয়ার্স উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহন শৰ্মা, আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক তপন কুমার সিনহা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় প্রমুখ।

তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অথলেটিক, যোগাসন, জিমন্যাসটিকস, তিরন্দাজি সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। মোট ৮৬টি প্রতিযোগিতায় দুই জেলার নয়টি জোনের মোট ৯১২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন বলে জানিয়েছেন আয়োজক বীরপাড়া ফালাকাটা জোনের সম্পাদক প্রদীপ দত্ত।

প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম স্থানে রয়েছে পারঙ্গেরপার শিশুকল্যাণ বিদ্যালয়, দ্বিতীয় ময়রারডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল হাইস্কুল এবং তৃতীয় ফালাকাটা উচ্চ বালিকা বিদ্যালয়। কুচকাওয়াজে প্রথম পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ফালাকাটা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় ডিমডিমা ফতেমা হাইস্কুল। জেলা আন্তঃ বিদ্যালয় প্রতিযোগিতার আয়োজকদের তরফে শিক্ষক মিলন সাহা চৌধুরী জানিয়েছেন, প্রথম দিন ইভেন্টগুলো না হলেও বাকি দু’দিনে সমস্ত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

সংবাদদাতাঃ সব্যসাচী ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GaujBB

February 05, 2019 at 08:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top