পুলওয়ামার প্রতিবাদ, ইমরানের ছবি ঢাকল সিসিআই

মুম্বই, ১৭ ফেব্রুয়ারিঃ পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার প্রতিবাদে অভিনব পদক্ষেপ করল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)। ভারতের অন্যতম প্রাচীন এই ক্লাবের রেস্তোরাঁয় ঢেকে দেওয়া হয়েছে ইমরান খানের ছবি। এছাড়া সিসিআই-এর অন্য জায়গায় লাগানো দুটি ছবিও ঢেকে দেওয়া হয়। কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুম্বইয়ের এই ক্লাবের তরফে জানানো হয়েছে। সিসিআই প্রেসিডেন্ট প্রেমাল উদানি জানিয়েছেন, তাঁদের রেস্তোরাঁয় বিশ্বের সব ‘গ্রেট’ অলরাউন্ডারদের ছবি রয়েছে। ইমরান খানের ছবিও ছিল। কিন্তু পুলওয়ামায় এত বড়ো হামলার পর যেভাবে ইমরান চুপ রয়েছেন, তারপর এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। সর্বসম্মতিক্রমেই ইমরানের ছবি ঢেকে দেওয়া হয়। প্রেমাল আরও জানান, তাঁরা খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলেন না। কিন্তু ইমরানের বর্তমান পরিচয় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। যে দেশ ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালাচ্ছে। তাই এভাবেই তার প্রতিবাদ জানানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2IfRZq9

February 17, 2019 at 11:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top