চালসা, ৬ ফেব্রুয়ারিঃ স্কুল পড়ুয়াদের তামাকজাত দ্রব্য ব্যাবহার না করার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মেটেলি ব্লকের পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ে। বুধবার জলপাইগুড়ি জেলা সাস্থ্যদপ্তরের তরফে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। তামাকজাত দ্রব্য, যেমন সিগারেট, গুটকা ইত্যাদি সেবন করলে কি কি ক্ষতি হতে পারে, কি ভাবে তা সমাজকে প্রভাবিত করে ইত্যাদি বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয় শিবিরে। এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিভাগের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আতাউর রহমান খান, সমাজসেবিকা মৃন্ময়ী চক্রবর্তী। ডিস্ট্রিক্ট কন্ট্রোলার বলেন, ‘তামাকজাত দ্রব্য শরীর,সাস্থ্য,সমাজ ও আর্থিক ক্ষেত্রে কি ভাবে প্রভাব ফেলে তা এদিন পড়ুয়াদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এছাড়াও আইন অনুযায়ী পুলিশের সঙ্গে বিভিন্ন এলাকায় দোকানে অভিযান চালানো হয়।’ পড়ুয়াদের সচেতন করতে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানও আয়োজিত হয় এদিনের শিবিরে।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2MS7mUm
February 06, 2019 at 03:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন