মাতৃভাষা দিবসে বাংলা ভাষার ঐতিহ্য কে সামনে রেখে এক হল দুই বাংলা

বালুরঘাট, ২১ ফেব্রুয়ারিঃ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার ঐতিহ্য কে সামনে রেখে এক হল দুই বাংলা। বুধবার ভাষা দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ শূন্যরেখায় সমবেত হয়েছিলেন দুই বাংলার একাধিক কবি, লেখক, গায়ক, নৃত্যশিল্পী সহ কয়েক হাজার ভাষাপ্রেমী মানুষ। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশের ‘আমরা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড’ ও ‘সাপ্তাহিক আলোকিত সীমান্ত’।

এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে ২৫ জন ভাষাপ্রেমী বাংলার ভাষা শহীদের মাটিতে পা রেখেছিলেন। উপস্থিত হয়েছিলেন ওপার বাংলার আলোকিত সীমান্ত-র সম্পাদক জাহিদুল ইসলাম, আমরা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড-এর কর্ণধার লিয়াকত আলী প্রমুখ। এপার বাংলা থেকে ছিলেন বিশিষ্ট,কবি বিশ্বনাথ লাহা, বিশিষ্ট শিল্পী ও শিক্ষিকা পূর্বা বন্দ্যোপাধ্যায়,বিশিষ্ট সমাজসেবী নবকুমার দাস,  স্বপন কুমার বিশ্বাস, অমূল্যরতন বিশ্বাস প্রমুখ সহ একাধিক সংস্থার সদস্য। অনুষ্ঠানে উপস্থিত  বিশিষ্ট কবি সূরজ দাশ বলেন, ‘বিশ্বের দরবারে বাংলা ভাষার মহান ঐতিহ্যকে তুলে ধরে এই অনুষ্ঠানে দুই বাংলার মধ্যে শান্তি, সম্প্রীতি ও মহামিলনের বার্তায় এপার, ওপার দুই বাংলা মিলেমিশে এক হয়েছে। আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এখানে আন্তর্জাতিক অনুষ্ঠানের রূপ পেয়েছে।’

তথ্যঃ সুজয় সরকার

ছবিঃ মাজিদুর সরদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BLWd2V

February 21, 2019 at 09:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top