রায়গঞ্জ, ১৪ ফেব্রুয়ারিঃ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন দুপুর বারোটা নাগাদ রায়গঞ্জ শহর সংলগ্ন কর্ণজোড়া এলাকায় জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। জেলা সংযোজক অসীম কুমার দে বলেন, ‘১২ ই ফেব্রুয়ারির, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষার পরীক্ষা চলাকালীন সেই একই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রশ্নপত্র। পরীক্ষার নামে ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে প্রহসন চলছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন অবিলম্বে এই দুটি পরীক্ষা বাতিল করতে হবে, চক্রান্ত পেছনে যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেৎ রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।’
এদিকে জেলার ইংরেজি শিক্ষকদের বক্তব্য ইংরেজি প্রশ্ন বেশ কয়েকটি ভুলও আছে। এই মত অবস্থায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্ষদ সভাপতিকে সংবাদ মাধ্যমে মুখ না খোলার নির্দেশ দিয়েছেন। তবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে তলব করেছেন শিক্ষা মন্ত্রী। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপুল মিত্র বলেন, ‘পর্ষদ সভাপতি পরীক্ষা পরিচালনায় অপারক। পরপর দুদিন প্রশ্ন ফাঁসের পর তাঁর পদত্যাগ করা উচিত।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BztVIW
February 14, 2019 at 09:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন