মুম্বাই, ১৩ ফেব্রুয়ারি- ভালোবাসা দিবসের আগে ঝগড়া করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিষয়টি মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ার আগে তা আবার মিটমাটও করে নিয়েছেন দুজনে। আর এবার দুজনে একসঙ্গে হতে লন্ডনে থাকা নিকের কাছে রওনা দিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি দুজনের মনোমালিন্যর বিষয়টি প্রিয়াঙ্কা নিজেই খোলসা করেছেন। জানিয়েছেন, লন্ডনে কাজের সূত্রে আপাতত সেখানেই রয়েছেন নিক। আর তিনি রয়েছেন নিউ ইয়র্কে। এদিকে ঘাড়ের উপরে নিশ্বাস ফেলছে ভ্যালেন্টাইনস ডে! তবে ভ্যালেন্টাইনস ডে নিয়ে প্রিয়াঙ্কা বলেন, এমনটা নয় যে, আমি দিনটা নিয়ে খুব উত্তেজিত। বরং মনে করি, ভালোবাসা বছরের প্রত্যেকটা দিনে জাহির করা উচিত, স্রেফ এই একটা দিনে নয়। তবু কী রকম একটা লাগছিল। বিয়ের পরে ভ্যালেন্টাইনস ডে, আর নিক ব্যস্ত কাজ নিয়ে। তিনি আরও বলেন, এই দেখা না করা নিয়ে মনখারাপ এবং কিছু কথা-কাটাকাটির ব্যাপার! বিষয়টি নিয়ে রোজই কথা কাটাকাটি হচ্ছিল। শেষে নিক আমায় লন্ডনে চলে আসতে বলল, জানাল- ও দিন কাজ থেকে ছুটি নিয়েছে। সত্যি, মাঝে মাঝে ও এত মিষ্টি হয়ে যায় না। এমইউ/০৫:৫০/১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2BAsvxR
February 13, 2019 at 11:49PM
13 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top