ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে তোপ রাজনাথের

ফালাকাটা, ২ ফেব্রুয়ারিঃ ফালাকাটার দলীয় সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যের বিভিন্ন স্থানে উন্মুক্ত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিয়ে উদবেগ প্রকাশ করেন তিনি। অভিযোগ করে তিনি বলেন, ‘রাজ্যে বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় ফেন্সিং নেই। কেন্দ্র ওই ফেন্সিং দিতে উদ্যোগী হয়েছিল। তার জন্য রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় জমি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের তরফে সেই জমি পাওয়া যায়নি। তৃণমূল সরকারের জন্যই রাজ্যের বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করা যায়নি। ফলে উন্মুক্ত ওই সীমান্ত দিয়ে বাড়ছে অনুপ্রবেশ ও চোরাচালান। জাল টাকা ঢোকারও ঘটনা ঘটছে। তা সত্বেও সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিজেপি এর শেষ দেখে ছাড়বে।’

রাজনাথ সিং আরও বলেন, ‘সোনার বাংলা আজ কাঙাল বাংলায় পরিণত হয়েছে। রাজ্যের ১০ কোটি মানুষের স্বপ্ন ভেঙে চুরমার করেছে তৃণমূল সরকার।’ সারদা-নারদা নিয়েও তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘বাংলায় লোকতন্ত্র শোকতন্ত্রে বদলে গিয়েছে। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন জনমুখী কেন্দ্রীয় প্রকল্প বাতিল করে রাজ্যের গরীব মানুষদের তার সুফল থেকে বঞ্চিত করে চলছে তৃণমূল সরকার। এখন রাজ্যে শুধুই বিজেপির তুফান চলছে। এই তুফান তৃণমূল, কংগ্রেস, সিপিএম কেউই আটকাতে পারবে না। ২০২১-এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছেই। চারিদিকে কেবল পদ্মই ফুটবে। ক্ষমতায় এলে বিজেপির উপর হামলাকারী ও খুনীদের ছাড়া হবে না।’

সংবাদদাতাঃ সুকমল ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CYKn5i

February 02, 2019 at 07:45PM
02 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top