কুয়ালালামপুর, ২০ ফেব্রুয়ারি- মালয়েশিয়ার ইপু-পেরাকের একটি ভবনে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন মালয় ও দুইজন ভিয়েতনামের নাগরিক হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার ভোরে ভবনটিতে আগুন লাগলে ঘটনাস্থলেই ধোঁয়ায় শ্বাসকষ্টে ৬ জন মারা যান। নিহতরা হলেন স্থানীয় তাই চেই কিন (৩৭), লাউ ওয়াই হুং (৩৬), দুই ভিয়েতনামি নারী নুগু ইয়েন থী থু ডুং (২১), নিউ ইয়েনথী ট্র্যাং (১৯)। নিহতের মধ্যে বাংলাদেশির নাম জহিরুল ইসলাম (২৭) বলে জানা গেছে। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ পেরাকের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ সাইদন জানান, ভোর ৫.৪৯ টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট সেখানে পৌঁছে। আটতলা ভবনটির পূর্বে একটি অফিস ব্লক ছিল বলে জানান তিনি। পেরাকের ডেপুটি ওসিপিডি সদর মো. নর্দন আব্দুল্লাহ জানান, আমরা আগুনের কারণ তদন্ত করছি। প্রতিবেদন লেখা পর্যন্ত গুরুতর আহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এমএ/ ০৭:০০/ ২০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2U01Y4q
February 21, 2019 at 01:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top